সিরিয়াল জগত মানেই যেন জাঁদরেল শাশুড়ি এবং বৌমার গল্প। গাম্ভীর্যপূর্ণ উপস্থিতি কিংবা কারুকার্য করা টিপের বাহার সিরিয়ালের গল্প বারে বারে ফিরে পেয়েছে মনে রাখার মত কিছু খল চরিত্র। গত ৫ই মে স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক বুলেট সরোজিনী। সেখানেই রাগিনী চ্যাটার্জির চরিত্রে দেখা যাচ্ছিল শ্রীময়ী চট্টরাজকে। রাজকীয় সাজ, রাশভারী চেহারা এবং রহস্যময়ী এক চরিত্র এই রাগিনী চ্যাটার্জি। তবে সম্প্রতি শ্রীময় তার সমাজমাধ্যমে জানান চ্যানেলের সাথে কথা বলি এনওসি দিয়ে এই সিরিয়াল থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।

শ্রীময়ীর কথায় মাত্র সাতাশ বছর বয়সে ৪ বড় ছেলে-মেয়ের মায়ের অভিনয় করা তার পক্ষে সম্ভব হচ্ছে না কারণ এই অভিনয় তার আত্মতুষ্টি হচ্ছে না। এই পোস্টের পরেই দর্শকদের মনে প্রশ্ন জাগে তাহলে এরপর রাগিনী চরিত্রে কাকে দেখা যেতে পারে। এ খবর প্রকাশ্যে আসতেই দর্শকদের একাংশের মতে শ্রীময়ী বাস্তবে এই চরিত্রটি ফুটিয়ে তুলতে পারছিলেন না। তাই জন্য এই চরিত্র থেকে সরে দাঁড়ানো তার সঠিক সিদ্ধান্ত।

অবশেষে জানা গেছে এই চরিত্রের জন্য নির্মাতারা মল্লিকা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলেছেন এবং তার লুকসেটও হয়ে গিয়েছে। মল্লিকার মতে তিনি অভিনয় করতে এসেছেন তাই শিশু কিংবা বড় সন্তানের মায়ের চরিত্রই হোক না কেন তিনি সবেতেই রাজি। কিছুদিন আগে শেষ হওয়া দুই শালিক সিরিয়ালে শেষবারের মতো দেখা গেছিল মল্লিকাকে। এখন রাগিনির চরিত্রে তিনি ফিরে এসে খুবই উৎসাহী।

তবে রাগিনির চরিত্রে মল্লিকা কে কতটা মানায় এবং দর্শকরা তাকে কিভাবে নেন এখন সেটাই দেখার।




