আপিস ছাপোষা নামের আড়ালে এক কঠিন বাস্তবের গল্প। স্বনামধন্য লেখিকা বাণী বসুর কলমে উঠে এসেছে সমাজের দুই মেরুতে অবস্থানকারী দুই নারীর গল্প। আর সেই গল্প নিয়েই এবার বড় পর্দায় পরিচালক অভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রায়। আমাদের আশেপাশে আমরা প্রতিনিয়ত এমন অনেক মহিলাদেরই দেখতে পাই যারা নিজের সংসার চালানোর জন্য তার সবটুকু দিয়ে দেন কিন্তু যোগ্য সম্মান পান না। আপিস বলবে সেরকমই দুই নারীর গল্প।

প্রযোজকের কথায় “আমার মূল উদ্দেশ্য এমন ছবি করা যা সমাজের সঠিক চিত্র তুলে ধরে মনোরঞ্জন করবে। এই ছবির কনসেপ্ট শুনে আমার মনে হয় আজকের সময়ের জন্য উপযোগী বিষয়। এই ছবি ইতিমধ্যেই বিভিন্ন ফিল্ম উৎসবে গেছে এবং দর্শকের আনুকূল্য পেয়েছে। এবার আপামর দশকের সামনে ছবিটি তুলে ধরার সময়।” পরিচালকদের বক্তব্য “এই কাহিনী সমাজের দুই মেরুর দুই মহিলার জীবন কেন্দ্রিক হলেও আসলে সব মহিলার গল্পই বলে। ঘরে-বাইরে কর্মরতা মহিলাদের সংখ্যা দিন দিন বাড়ছে তাই আমরা এদের নিয়ে ছবি করা সিদ্ধান্ত নিই। অফিসের মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনের গল্প বলার চেষ্টাই করেছি।”


গল্পের মূল চরিত্র হিসেবে আমরা এখানে পাবো অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এবং সন্দীপ্তা সেন কে। এছাড়াও এই ছবিতে দেখা যাবে অভিনেতা কিঞ্জল নন্দ’কে। বর্তমানে আমরা দেখতে পাই অনেক সংসারেই স্বামীরা তাদের স্ত্রীকে সাহায্য করেন ঠিকই কিন্তু সাংসারিক সমস্যার মুখোমুখি হলে দায়িত্ব প্রায় পুরোটাই বহন করেন মহিলারা এবং অধিকাংশ সময় নিজের বাইরের কাজকেও সে ক্ষেত্রে অবহেলা করতে হয়। এই সমস্ত প্রশ্নের উত্তর কিংবা এর সামাজিক ব্যাধির সমাধান ভাবার একটা চেষ্টার ফল এই আপিস।





