গৌরাঙ্গ রূপী বিনোদিনী চরিত্রে শুভশ্রীর আত্মপ্রকাশ; শুরু হলো তুল্যমূল্য বিচার

লহ গৌরাঙ্গের নাম রে। নাম সামনে আসার পর থেকেই আলোচনায় রয়েছে এই ছবি। রাম কমল মুখোপাধ্যায়ের পরিচালিত, রুক্মিণী মৈত্র অভিনীত বিনোদিনী ছবি মুক্তির পরেই শ্রীজিত মুখার্জি প্রকাশ্যে আনেন তার এই ছবির কথা। চরিত্রে শুভশ্রী নাম সামনে আসতেই শুরু হয় সমালোচনা এবং তুলনা। রুক্মিণী নাকি শুভশ্রী কে সেরা বিনোদিনী এই নিয়ে তরজা চলে দর্শকমহলে।

সম্প্রতি এই সিনেমার গৌরাঙ্গ চরিত্রের লোক প্রকাশ্যে আসতেই দর্শকমহলে আবার উঠেছে ঝড়। গৌরাঙ্গ চরিত্রে এখানে তিনজনকে দেখা গিয়েছে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত, শুভশ্রী গাঙ্গুলী এবং ছোট পর্দা খ্যাত দিব্যজ্যোতি দত্তকে। তবে শুভশ্রী গাঙ্গুলীর গৌরাঙ্গ চরিত্রের লুক নিয়ে নেটিজেনদের একাংশের বক্তব্য রুক্মিণীকে বেশি মানিয়ে ছিল। আবার অনেকের কাছে শুভশ্রীর এই লুক বেশ প্রশংসিত, সর্বোপরি নায়িকার নিজেরও এই লুক খুবই পছন্দ হয়েছে।

শ্রীচৈতন্যদেবের জীবন ও নানা ঘটনা নিয়ে তৈরি হচ্ছে শ্রীজিত মুখার্জির এই ছবি লহ গৌরাঙ্গের নাম রে। ছবিতে বিনোদিনে চরিত্র দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলী এবং বিনোদিনী অভিনীত গৌরাঙ্গের লুকই প্রকাশিত হয়েছে। ছবিতে আরো দেখা যাবে ঈশা সাহা ব্রাত্য বসু আরাত্রিকা মাইতি সহ আরো অনেককে।

share

Facebook
LinkedIn
Pinterest
Telegram
Email
WhatsApp
Email
Threads
Scroll to Top