
বঙ্গ নারী সম্মান ; নারীশক্তির অকাল বোধন
কলকাতার বুকে হয়ে গেল এক অনবদ্য প্রয়াস যা নারী শক্তিকে সম্মান জানায়। গত ১৫ই জুন কলকাতার আইসিসিআর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে রেডওয়াইন এন্টারটেইনমেন্টের পরিচালনায় হয়ে গেল বঙ্গনারী সম্মান ২০২৫। বঙ্গনারী তথা নারী শক্তির উদযাপনের জন্যই আয়োজিত ছিল এই সম্মান প্রদর্শন অনুষ্ঠান। রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট পরিচালিত এই বঙ্গনারী সম্মান এ বছর চতুর্থ
