
কোভিড পরবর্তী সময় থেকে বলিউড কিংবা টলিউড সিনেমা জগতের হাল একপ্রকার বেহাল বলা চলে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে হলে ব্যবসা করতে গিয়ে সিনেমা যেন মুখ থুবড়ে পড়ছে। কিন্তু প্রতি সপ্তাহে বাংলা কিংবা হিন্দি রিলিজ হয়েছে একের পর এক সিনেমা। আর এইসবের মাঝেই দর্শকের আগ্রহ বরাবর দেখা গেছে ভৌতিক কিংবা অলৌকিক গল্পের প্রতি। এবার সেই জুতোতেই পা গলালো টলিউড। আগামী ২৭শে জুন আসতে চলেছে কাকলি ঘোষ এবং অভিনব মুখার্জীর পরিচালনায় “ভুত’পূর্ব”।

বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন সমাজমাধ্যমে দেখা যাচ্ছিল এই ছবির প্রচার। গত ১১ ই জুন পার্ক স্ট্রিটের এক রেস্তোরায় হয়ে গেল এই ছবির ট্রেলার লঞ্চ। বাংলা ছবিতে আবার অনেকদিন পর দেখা যেতে চলেছে তিন স্বনামধন্য লেখকের তিন ভিন্ন ভৌতিক গল্প। পরিচালকদের কথায় “ভূতপূর্ব কেবলমাত্র একটি ভৌতিক সিনেমাই নয় বরং বাংলার যে ঐতিহ্যময় ভৌতিক গল্পের সম্ভার রয়েছে তার প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন।” এই সিনেমায় পরিচালকদ্বয় এক অদ্ভুত মেলবন্ধন ঘটিয়েছেন তিন ভিন্ন সময়ের এবং ভিন্ন স্বাদের ভৌতিক গল্পের। যেখানে ছবি ট্রেইলারে দেখা যাচ্ছে গল্পের তিন মুখ্য চরিত্র তাদের গল্পের পশরা সাজিয়ে বসেছে এবং তিনজনের নিজ নিজ অভিজ্ঞতার কথা আলোচনা করছেন। আর সেখান থেকেই সিনেমার সূত্রপাত এবং ধীরে ধীরে প্রতিটি গল্প নিজ খাতে বয়ে চলে।

সিনেমায় রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প মনিহারায় ফণিভূষণের চরিত্রে দেখা যাবে সত্যম ভট্টাচার্য এবং মনিমল্লিকার চরিত্রে অমৃতা চ্যাটার্জি কে। পাশাপাশি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী চরিত্র তারানাথ তান্ত্রিকের চরিত্রে দেখা যেতে চলেছে সপ্তর্ষি মৌলিক এবং মাতু পাগলীর ভূমিকায় রূপাঞ্জনা মিত্র কে। এবং সর্বশেষ গল্প লেখক মনোজ সেনের শিকার গল্পে পূর্ণেন্দর ভূমিকায় সুহোত্র মুখোপাধ্যায় ও তিলোত্তমার ভূমিকায় সন্দীপ্তা সেনকে দেখা যাবে। গল্পের আবহ ও সঙ্গীত পরিচালনায় আছেন সৈকত সিংহ। এই গল্প নিয়ে ছবির সমস্ত কলাকুশলী রাই যথেষ্ট আশাবাদী। এখন অপেক্ষা শুধু ছবি মুক্তির এবং দর্শকের প্রতিক্রিয়ার।




