অবশেষে শাপ মুক্তি; বিরাটের জয়

১৭ বছরের অপেক্ষার অবসান ঘটল আজ। দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার ফল আজ বিরাটের হাতে। আইপিএলের শুরু থেকে এখনো পর্যন্ত খেলা জারি রেখেছে গুটিকয়েক প্লেয়ার আর বিরাট কোহলি তাদের মধ্যে অন্যতম। দীর্ঘ বছরজুড়ে ট্রফি যেন হাতে আসতে গিয়েও আসেনি তার। বহু ট্রফি সম্মান ঝুলিতে থাকা সত্ত্বেও এ যেন এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল কোহলির জন্য। ফাইনালে এবার মুখোমুখি ছিল পাঞ্জাব বনাম বেঙ্গালুরু। দুই দলের কাছেই ছিল প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। কিন্তু বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়া যেন একেই বলে। দুই দলের মধ্যে জোরালো প্রতিযোগিতা চললেও শেষের দিকে ম্যাচ যেন ব্যাঙ্গালোরের পক্ষেই একপ্রকার চলে গিয়েছিল। আজ যেন কোথাও গিয়ে বাদশার বলা কথাই সত্যি প্রমাণ করল আরসিবি – “আগার কিসি চিজ কো সাচ্ছে দিল সে চাহো, তো পুরে কায়নাত উসে তুমসে মিলানে কি কোশিশ মে লাগ যাতে হ্যায়।”

share

Facebook
LinkedIn
Pinterest
Telegram
Email
WhatsApp
Email
Threads
Scroll to Top