শ্যামা নাটকে হাতেখড়ি দীক্ষামঞ্জরীর; নাম ভূমিকায় স্বয়ং সৌরভ পত্নী

গত ১লা জুন প্রথমবারের মতো এ বছরে মহা সমারোহে গাঙ্গুলী গ্রুপের পরিচালনায় অনুষ্ঠিত হলো রবীন্দ্র জন্মজয়ন্তী। এই সন্ধ্যায় প্রথমে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী শাহানা বক্সী, সৌমী ভট্টাচার্য এবং অদিতি গুপ্ত। গাঙ্গুলি গ্রুপের ডিরেক্টর তনুশ্রী গাঙ্গুলীর কথায় ” ইঁট কাঠ পাথরের বাইরে গিয়ে সমাজের প্রতি আমাদের যে দায়িত্ব বা বার্তা থেকে যায় এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার এক সামান্য প্রয়াস।

চিত্রগ্রহণ: রূপসা মুখার্জী

এ বছর আমাদের এটি প্রথম প্রয়াস এবং যাতে প্রতিবছর কবিগুরুর প্রতি আমাদের এই সম্মান এবং শ্রদ্ধার্ঘ্য উপস্থাপন করতে পারি এই আশাই থাকবে। “কবি পক্ষের প্রায় শেষ পর্যায় মঞ্চস্থ হয় এই সন্ধ্যার মূল আকর্ষণ ; রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নৃত্যনাট্য শ্যামা। প্রথমবারের মতো দীক্ষামঞ্জরী মঞ্চে নিয়ে আসলো তাদের এইবারে নিবেদন শ্যামা।

চিত্রগ্রহণ: রূপসা মুখার্জী

শ্যামার ভূমিকায় বিশিষ্ট নৃত্যশিল্পী তথা দীক্ষামঞ্জরীর শিক্ষিকা স্বয়ং ডোনা গাঙ্গুলী। তার কথায় ”আমরা প্রথমবার শ্যামা করতে চলেছি, তাই ভীষণ এক্সাইটেড আশা করি সবটা ভালো হবে।” জামাইষষ্ঠীর বিশেষ দিনে এই অনুষ্ঠান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন মায়ের অসুস্থতার জন্য এবছর জামাইষষ্ঠী হচ্ছে না।

চিত্রগ্রহণ: রূপসা মুখার্জী

অনুষ্ঠানে এসেও তিনি মায়ের জন্য খানিক চিন্তিত কিন্তু অনুষ্ঠান হতেই হবে আর তার পারফরমেন্স নিয়েও তিনি আশাবাদী। রবীন্দ্রনাথকে উদযাপনের এই সন্ধ্যায় উপস্থিত ছিলেন প্রবাদ-প্রতিম শিল্পী অভিনেত্রী অপর্ণা সেন, পদ্মশ্রী সনাতন রুদ্রপাল সহ আরো অনেকে।

চিত্রগ্রহণ: রূপসা মুখার্জী

share

Facebook
LinkedIn
Pinterest
Telegram
Email
WhatsApp
Email
Threads
Scroll to Top